আকিজ গ্রুপে শ্রমিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি ট্রেড ইউনিয়ন সংঘের

ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় অবস্থিত আকিজ ইকোনমিকস জোনের প্রতিষ্ঠান বায়েক্স কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা। সংগঠনটির জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন। উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মণি গ্রামে অবস্থিত আকিজ ইকোনমিকস জোনের বায়েক্স কারখানায় কর্মরত উপসহকারী প্রকৌশলী সিফাত উল্লাহ দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় নেতৃদ্বয় উক্ত বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় উল্লেখ করেন, নিহত সিফাত উল্লাহ(২৩) বায়েক্স কারখানায় মেকানিক্যাল সেকশনে বিগত দুই বছরের অধিক সময় ধরে চাকুরি করে আসছেন। গত ২৭ মে সকাল প্রায় আট ঘটিকার সময় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কারখানার ২৪০ ডিগ্রি তাপমাত্রার উত্তপ্ত তেলের পাইপ লাইন মেরামত করার সময় গুরুতর দুর্ঘটনার শিকার হোন। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, দুর্ঘটনার পর সিফাত উল্লাহকে অক্সিজেন ছাড়া একটি ব্যক্তিগত গাড়ীতে করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখানে ২৮ মে সকালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, কারখানায় সেফটি ব্যবস্থা না থাকার অনিবার্য কারণ এই মৃত্যু। বিপজ্জনক এলাকায় কাজ করার সময় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এবং পিপিই নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কারখানা কর্তৃপক্ষ। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারায় অনাকাংিখত এই মৃত্যুর দায় কোনভাবেই কারখানার মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এড়াতে পারে না। এ প্রেক্ষিতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনার সমস্ত দায় কারখানার মালিককে বহন করতে হবে বলে নেতৃদ্বয় বিবৃতিতে জানান। এ ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানান নেতৃদ্বয়। একই সাথে আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি করেন নেতৃদ্বয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *