ঢাকা ময়মনসিংহ রেলপথে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানব বন্ধন

শহর প্রতিনিধি ঃ ঢাকা ময়মনসিংহ রেলপথে ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু ও দুর্ভোগহীন নিরাপদ যাত্রার দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের উদ্যোগে রেল স্টেশন চত্বরে ১৭ জুন সকাল সাড়ে দশটায় নাগরিক অবস্থান ‘দাঁড়াবো বুক টান করে” কর্মসূচি পালিত হয়েছে ।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সহ সম্পাদক অ্যাডভোকেট শিবির আহমেদ লিটন এর পরিচালনায় নাগরিক অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সহসভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন কালাম, সহ সভাপতি লেফটেন্যান্ট (অব) শাহাব উদ্দিন, কাজী রানা, সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, দপ্তর সম্পাদক শহিদুর রহমান শহীদ, সাংস্কৃতিক সম্পাদক আবুল মনসুর, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সম্মানিত সদস্য অধ্যক্ষ শামসুল বারী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, অধ্যক্ষ আফতাব উদ্দিন, খন্দকার সুলতান আহমেদ, অধ্যাপিকা লীলা রায়, লায়ন মিজানুর রহমান লিটন, মাহবুব বিন সাইফ, আবুল কালাম ভূঁইয়া, অধ্যাপক এমএ জিন্না, আতাউর রহমান,জাহাঙ্গীর আকন্দ, বুলবুল আহমেদ, রমজান আলী সহ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন,সকালে ও বিকালে ঢাকা থেকে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে হবে, নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে, বাসা বাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু করতে হবে, ময়মনসিংহ শহরকে যানজট মুক্ত করতে হবে, ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেল লাইন স্থাপন করতে হবে, তিন হাজার শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে হবে, অবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু করতে হবে, শহরের মাঝখানের রেললাইন ফ্লাইওভার করে বর্তমান রেল লাইনের স্থানে কৃষি বিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহর সড়ক নির্মাণ করতে হবে, শহরের মাঝখান থেকে বাসস্ট্যান্ড সরাতে হবে, শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজেপি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাধ এর পাশ দিয়ে সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *