নয়াগণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নয়াগণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ আঞ্চলিক শাখার প্রতিনিধি সম্মেলন আজ (০৪ আগষ্ট) শুক্রবার সকাল ১১টায় ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণমোর্চার ময়মনসিংহ জেলা শাখার সহ-আহবায়ক শেখ আবেদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা রাখেন সংগঠনের জাতীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব ভট্টাচার্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আকাশ বিশ্বাস, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের ময়মনসিংহ জেলার সহ-সভাপতি নেতা ও ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন অর রশিদ, প্রগতিশীল শিক্ষক বুদ্ধিজীবী অধ্যাপক তপন সাহা চৌধুরী, কৃষকনেতা হাফিজ সরকার, বিপ্লবী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রতন সম্মানিত, গনমোর্চার কেন্দ্রীয় সদস্য ইলিয়াস হাবিব, মোস্তাক আহমেদ মনি, কৃষক মুক্তি সংগ্রামের টাঙ্গাইলের সংগঠক শরাফত হোসেন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা আহবায়ক হাসান জামিল। এতে স্বরচিত কবিতা আবৃতি করেন কবি সরকার আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার ময়মনসিংহ জেলা আহবায়ক আবুবকর সিদ্দিক রুমেল। বক্তাগণ বলেন, আমেরিকা,ইউরোপীয়ান ইউনিয়ন, চীন, রাশিয়ান সাম্রাজ্যবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে চলছে। আওয়ামী ফ্যাসিবাদ নিজেদের ক্ষমতা ধরে রাখতে এহেন কোন তৎপড়তা নেই যা করছেনা। বক্তারা চলমান ফ্যাসিবাদী শাসন উচ্ছেদ করে শ্রমিক কৃষক জনগণের গণক্ষমতা কায়েমের নয়া-গণতান্ত্রিক বিপ্লব সফল করার আহবান জানান। আলোচনা শেষে এক বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে প্রতিনিধি পর্যবেক্ষকদের আলোচনা বিতর্ক শেষে সর্বসম্মতিক্রমে আবুবকর সিদ্দিক রুমেলকে সভাপতি করে পনের সদস্যের ময়মনসিংহ আঞ্চলিক কমিটি নির্বাচন করা হয়।
(প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *