ফুলবাড়িয়ায় এমপি ও এমপির মেয়ের গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের এমপি গ্রুপ ও এমপির মেয়ের এই দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । ৯ নভেম্বর দুপুর ২ টায় বঙ্গবন্ধু চত্বরে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যা ফুলবাড়িয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। মানুষের মুখে মুখে এখন এ ঘটনা রটে গেছে। যা টক অব দ্যা ফুলবাড়িয়াতে পরিণত হয়েছে।

জানা যায়, বিএনপির ডাকা অবরোধকে বয়কট করতে এমপি মোসলেম উদ্দিন আহমেদ এর মেয়ে ফারজানা শারমিন বিউটির নেতৃত্বে মাঠে নামে এমপি মোসলেম উদ্দিন আহমেদ এর গ্রুপ। তারা ঘটনার দিন বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে এসে পৌঁছায়। এদিকে বঙ্গবন্ধু চত্বরে পূর্বে থেকেই অবস্থান নেয় এমপি মোসলেম উদ্দিন আহমেদ এর মেয়ে সেলিমা বেগম সালমার গ্রুপ। মুখোমুখি হওয়ায় বাকবিতণ্ডা জড়ায় দুই গ্রুপ। এরপরই দুই পক্ষের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ।

উল্লেখ্য, ময়মনসিংহ ফুলবাড়িয়া ১৫১ আসনটিতে সাংসদ মোসলেম উদ্দিন এমপি পরিবারে ক্ষমতার লড়াইয়ে রাজনৈতিকভাবে দ্বন্দের সীমা অতিক্রম করছে এবং আসনটিতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *