ফুলবাড়ীয়ার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় সিক্ত এডভোকেট আব্দুর রাজ্জাক

আল এমরান : সম্প্রতি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে ফুলবাড়ীয়ার কৃতি সন্তান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাককে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা শহরের কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে ফুলবাড়ীয়া মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হক খালেকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সকল উন্নয়নের চিত্র তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহবান জানান। এ সময় তিনি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ৭১ এর যুদ্ধকালীন সময়ের ঘটনার স্মৃতিচারণ করেন আব্দুর রাজ্জাক। বক্তব্যের এক পর্যায়ে তাকে দেওয়া সংবর্ধনার ফুলের তোড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন বলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এটা ফুলবাড়ীয়াবাসীর অহংকার। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সাবেক সহ সভাপতি আনোয়ারুল ইসলাম মঞ্জু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *