মসিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করেছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে ৮ অক্টোবর সকাল ১০ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এছাড়াও বেলা সাড়ে ১২ টায় তিনি গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষার্থীদেরকে ‍কৃমিনাশক ট্যবলেট প্রদান করেন। এ সময় তিনি কৃমি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মসিকের সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করেন।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহেরত উদ্বোধনকালে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্বল ভবিষ্যতের হাতিয়ার। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্ থাকা অত্যন্ত জরুরী। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিশুদের কৃমির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা সরকারের একটি প্রশসংনীয় উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *