শ্রীবরদীতে খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মোমিনুর রশিদ                                   

রানা শ্রীবরদী :                                                        শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়ি কাহানিয়া  বাজার সংলগ্ন কালিদহ সাগর খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ। ২ ই আগস্ট সোমবার বিকেলে তিনি বিএডিসি কতৃক   ১৯ লক্ষ৬৫ হাজার  ৯৬০ টাকায়  বাস্তবায়িত  ২ কিলোমিটার কুড়িকাহনিয়া কালিদহ সাগর খাল খনন কার্যক্রম পরিদর্শনে আসেন।

এসময় তার সাথে ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডি এম শহিদুল ইসলাম,  বিএডিসির জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু আহমেদ মাহমুদুল হাসান নিপু, শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, শেরপুর  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা নুরে আলম, বিএডিসির ক্ষুদ্রসেচের সহকারী প্রকৌশলী   মেহেদি হাসান বাকি, উপসহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, স্থানীয় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মুন্সী প্রমুখ। পরে জেলা প্রশাসক কুড়িকাহানিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নতুন ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি কুড়িকাহানিয়া  সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ, ইউএনও নিলুফা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর  প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *