সুইজারল্যান্ডে এডঃ নিলুফার আনজুম পপি এমপি ইন্টার পার্লামেন্টারি সম্মেলনে যোগদান
আনোয়ার হোসেন শাহীনঃ দ্বাদশ জাতীয় সংসদের ১৪৮ ময়মনসিংহ -৩ গৌরীপুর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি সুইজারল্যান্ডের জেনেভায় ১৪৮ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের গভর্ণনিং কাউন্সিলের মিটিং এ যোগদান করেন। দ্বাদশ সংসদে প্রথম দফায় এমপি হিসাবে এডভোকেট নিলুফার আনজুম পপির প্রথম বিদেশ সফর।এটি গৌরীপুরবাসীর জন্য গর্বের। শেখ হাসিনার আস্তাভাজন এডভোকেট নিলুফার আনজুম পপি এমপিসহ ৫ জন সংসদ সদস্য উল্লেখিত সন্মেলনে অংশগ্রহন করেন। প্রতিনিধিদল নেতৃত্বে দেন জাতীয় সাংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরী এমপি।
২৪ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় ১৪৮ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনের গভর্ণনিং কাউন্সিলের মিটিং অনুষ্টিত হয়।
১৪৮তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারীরা ২২ মার্চ জেনেভাস্থ বাংলাদেশ হাউজ এ অফিসিয়াল নৈশভোজের অংশ নেন। বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভা গণহত্যা দিবস ২০২৪ পালন করা হয়।২৫ মার্চ ইতিহাসে বিভীষিকাময় নৃশংসতম কালোরাত্রী সকল শহীদদের স্মরণ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।২৯ মার্চ দেশে প্রত্যাবর্তন করেন।
এডভোকেট নিলুফার আনজুম পপি এ প্রতিনিধিকে জানান,সন্মানিত ভোটাররা ৭ জানুয়ারি নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে এমপি নির্বাচিত হরে আমাকে বিদেশ ভ্রমন করার সুযোগ করে দিয়েছেন। এ জন্য গৌরীপুরবাসী প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্তাভাজন হয়ে সময়টা পার করতে চাই।এ জন্য সকলের দোয়া কামনা করি।
priligy dapoxetina 30mg nos eua Pre incubation of Stigmasterol to IL 1beta treated cells significantly decreased these effects described above significant reduction of MMP 3 mRNA in human and mouse, MMP 3 protein in mouse, MMP 13 mRNA in mouse and human, ADAMTS 4 mRNA in human, PGE 2 protein in human and mouse Finally, Stigmasterol was capable of counteracting the IL 1beta induced NF kappaB pathway
The nephron is the functional unit of the kidney and is primarily responsible for most of the mechanisms that provide internal homeostasis where to buy generic cytotec without prescription
Fantastic blog! Do you have any hints for aspiring writers?
I’m hoping tto start my own blog soon but I’m a little lost on everything.
Would you advise starting with a free platform like WordPress or
go for a paid option? There are so many choices out
there that I’m completely confused .. Any ideas? Thanks! https://Z42MI.Mssg.me/
Wow, this article is nice, my younger sister iss analyzing these things, therefore I am going
to let know her. https://skillnaukri.com/employer/tonybet/