জাতীয়শিক্ষা ও সংস্কৃতিসাহিত্য ও দর্শন

কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কবি ও প্রাবন্ধিক মাও. ইসমাঈল হোসাইন মুফিজীকে সভাপতি, কবি ও ছড়াকার জুবায়ের আহমাদ শরিফকে সাধারণ সম্পাদক এবং কবি ও প্রাবন্ধিক শফিক নোমানীকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদকাল আগামী দুই বছর (২০২৫-২০২৬, ২০২৬-২০২৭)।
কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি খ্যাতিমান লেখক,  ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন- সৈয়দ শফিকুর রহমান (সহ-সভাপতি), আ. ম. ম. আব্দুল হক (সহ-সভাপতি), মো. হাবিবুর রহমান (সহ-সভাপতি), নূর হায়দার জামান (সহ. সাধারণ সম্পাদক), শফিকুল ইসলাম উচ্ছাস (যুগ্ম সম্পাদক), মোছা. হালিমা খাতুন (পাঠাগার সম্পাদক), জাবির জাহিদ (প্রচার সম্পাদক), কালাম ইলিয়াস (দপ্তর সম্পাদক), আল-আমিন লিজু (মিডিয়া ও আইসিটি সম্পাদক), মাহমুদা আক্তার শিল্পী (মহিলা বিষয়ক সম্পাদক), মো. আব্বাস আলী (অর্থ সম্পাদক), আনোয়ার শাহ আতহারী (শিল্প ও সংস্কৃতি সম্পাদক), শামিম আহসান (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক), মো. নুরুল ইসলাম (কার্যকরী সদস্য), মো. শফিকুল ইসলাম মতি (কার্যকরী সদস্য), মো. আল-আমিন (কার্যকরী সদস্য), মুহাম্মদ আলী সবুজ (কার্যকরী সদস্য), ডা. সত্যেন্দ্র চন্দ্র সরকার (কার্যকরী সদস্য), মো. নুরুদ্দিন (কার্যকরী সদস্য), আজিমুদ্দিন জীবন (কার্যকরী সদস্য), আনোয়ার হোসেন মোয়াজ্জম (কার্যকরী সদস্য), ইকরাম খান আকাশ (কার্যকরী সদস্য), নূরুস সালাম গালিব (কার্যকরী সদস্য), জুনাইদ আহমদ রবিন (কার্যকরী সদস্য), আ. রহমান তুহিন (কার্যকরী সদস্য), সোহানুর রহমান সোহান (কার্যকরী সদস্য)।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে।