অবরোধ প্রতিরোধে আ-লীগ নেতার হাজারো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে অবরোধ প্রতিরোধে একহাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
৩১ অক্টোবর বিকেলে আয়োজিত এ শোভাযাত্রা জেলা শহরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করপ।সড়কের বিভিন্ন মোড়ে পথসভা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল ইসলাম হিরুসহ আরও অনেকে।
পথসভায় ছানোয়ার হোসেন ছানু বলেন, তারেক ও খালেদা জিয়া মহাসমাবেশের নামে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করেছিলো। তা ব্যর্থ হয়ে এখন ভূতা হরতাল অবরো ডেকেছে। কিন্তু জনগণ তাতে সাড়া দেয়নি। রাজনীতির খেলায় বিএনপি হেরে গেছে।