ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আলএএমরান: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ, প্রভাষক ও সকল শিক্ষার্থীরা বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ অডিটরিয়ামে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও কলেজ প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা এডঃ আব্দুর রাজ্জাক।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।