হালুয়াঘাটে শ্রেণীকক্ষ থেকে দপ্তরির ঝুলন্ত মরদেহ উদ্ধার
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে দপ্তরি রিপন চন্দ্র হুড় (৪০) এর জুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
১৩ই নভেম্বর সকালে হালুয়াঘাট দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করতে গেলে দপ্তরি রিপন চন্দ্র হুড় এর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্হানীয় ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়। দপ্তরি রিপন বিদ্যালয়ে ১০ বৎসর যাবত ও নৈশ প্রহরীর দায়িত্বে পালন করে আসছিল।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।