কেএমএম গোলাম রব্বানী ‘র কবিতা

নিগূঢ় কারণ
_______________
আমাজনের গহীন অরণ্যে,
কিংবা কালা-পানি আন্দামানে,
জন্মেছে যত শত-সহশ্র জন,
ওরা বস্ত্রবিহীন সারা জীবন।
রাস্তার ধারে কিংবা আস্তাকুড়ে,
কেটে যার যাদের জীবন,
ফেলে দেয়া খাদ্য-অখাদ্য,
বাঁচার তরে করে আহরণ।
চৌচির মাঠে কাঠফাটা রোদ্দুরে,
সয়ে যারা ক্ষিপ্র তাপন,
তোমার জন্য দুমুঠো অন্ন,
করছেন যারা উৎপাদন,
মাটির সনে মাটির মানুষ,
বিপন্ন যাদের জীবন,
বৈদ্য নেই শুধু হয় সংক্রমণ,
ধুকে ধুকে মরে ওরা সারাক্ষণ।
বলতে কি পার বন্ধু? কেন এমন?
কি অপরাধ করেছে তারা কখন?
প্রতিটি সৃষ্ট খুঁজে অদৃষ্ট মনে মনে!
কি কঠিন সত্য রয় নিহিত জীবনে?
যদি কেউ জানত, সেই নিগূঢ় কারণ!
সৃষ্টি আর করত না সৃষ্টিরে পীড়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *