ত্রিশালে উচ্ছেদ ও অবৈধ পার্কিং বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: জনদুর্ভোগ লাঘবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিং প্রতিরোধ ও অবৈধভাবে ফুটপাতে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১০টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদলতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, রোববার (৪ জানুয়ারি) বিকেলে ত্রিশাল উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ট্র্যাফিক পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার সড়কের দু’পাশে দীর্ঘদিনের অবৈধ দোকানপাট তাৎক্ষণিকভাবে উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ট্র্যাফিক আইন লঙ্ঘন ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি মামলায় ১৬ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযান চলাকালীন ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ভবিষ্যতে পুনরায় ফুটপাত দখল করে দোকান বসালে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ও ত্রিশাল ট্র্যাফিক পুলিশ সহযোগিতা প্রদান করেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকাকে যানজটমুক্ত রাখতে এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

