বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ও দ্রব্যমূল্য কমানোসহ রেশনিং এর দাবিতে দেশব্যাপী এনডিএফ’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিশ্ব বাজার পূনর্বন্টণ, প্রভাব-বলয় বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে  আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্বে ইউক্রেনে রুশ আগ্রাসনসহ বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসন ,ন্যাটোর সম্প্রসারণ ও চীন-রাশিয়ার পশ্চিমাবিরোধী তৎপরতাসহ সাম্রাজ্যবাদী যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়যুদ্ধ গড়ে তোলার আহবান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। একই সাথে সংগঠনটি দ্রব্যমূল্য কমানোসহ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ১ মার্চ ২০২২ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকাল ৫টায় সংগঠনটির কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের  ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

এনডিএফ’র সাধারণ সম্পাদক  ব্রি. জেনা. (অব) এম জাহাঙ্গীর হোসাইন  সমাবেশে বলেন,  আজ বিশ্ব জনগণের ঘাড়ে যেমন যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে তেমনি জীবন-জীবিকার অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি করে চলেছে। বাংলাদেশের মতো নয়া-ঔপনিবেশিক দেশে সাম্রাজ্যবাদ ও তার দালালদের বেপরোয়া লুটপাটের ফলে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়েছে। বছরব্যাপী এই অগ্নিমুল্যে দ্রব্যসামগ্রি কিনতে যেয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আজ নাভিশ্বাস উঠেছে । এছাড়াও নানা অজুহাতে ডিজেল-কেরোসিন-বিদ্যুৎ-গ্যাসসহ সকল ধরণের জ্বালানীর দাম বৃদ্ধি করায় জাতীয় ও জনজীবনের সংকট আরো গভীর হচ্ছে। এ অবস্থায় গ্রামে ও শহরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। দেশের শ্রমিক-কৃষক-জনগণকে রেশনিং এর  দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বানও  জানান তিনি।।

সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন,  সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য প্রতিনিয়ত দ্রুত বৃদ্ধি হচ্ছে। অথচ তথাকথিত উন্নয়নের লক্ষ্যে ভ্যাট, ট্যাক্স তথা প্রত্যক্ষ ও পরোক্ষ করের জালে বেঁধে ফেলা হয়েছে সংখ্যাগরিষ্ঠ জনগণকে। কৃষির জন্য অত্যাবশ্যকীয় সার, ডিজেল, কীটনাশকের মত বিষয়গুলো থেকে ভর্তুকি প্রত্যাহারের ঘোষণা দিয়ে কৃষি ব্যাবস্থাকে বিপর্যস্ত করে চলেছে।

সভাপতি চৌধুরী আশিকুল আলম তাঁর বক্তব্যে বলেন, সাম্রাজ্যবাদের আগ্রাসন, যুদ্ধউন্মোদানার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সাথে জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার কর্মসূচীতে সমস্ত শোষিত জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এতে অংশগ্রহণ করার জন্য সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা-দালালপুঁজি বিরোধী দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সহ-সভাপতি খলিলুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও  প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সিলেট জেলা: গতকাল ১ মার্চ’২২ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার পক্ষ থেকে বিকাল ৪ ঘটিকার সময় ক্রীন ব্রিজের মুখ হতে (উত্তর পার) এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সুরুজ আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন দপ্তর সম্পাদক রমজান আলী পটু । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ; জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি মোঃ সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, স’মিল শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ বি-২২০০) সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী , জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মামুন আহমদ খাঁন সহ প্রমুখ।

ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

ময়মনসিংহ জেলা: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১ মার্চ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। সংগঠনের জেলা সভাপতি মাহতাব হোসেন আরজু’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি হযরত আলী । সমাবেশ শেষে একটি  বিক্ষোভ মিছিল  নগরীর গাঙ্গিনারপাড় এলাকা প্রদক্ষিণের সময় পুলিশের বাধার মুখে পড়ে গাঙ্গিনারপাড় মার্কেট এরিয়ায় সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে।

মৌলভীবাজার জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়

মৌলভীবাজার: ১ মার্চ বিকেলে শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে হতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পরে কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা এনডিএফের নেতা ও ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া। সভায় বক্তব্য রাখেন জেলা এনডিএফের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মো মোস্তফা কামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, হোটেল শ্রমিকনেতা মো শাহিন, সিরাজুল ইসলাম ও সোহেল আহমেদ সুবেল।

সুনামগঞ্জ জেলা শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সুনামগঞ্জঃ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের সোমপাড়াস্থ এনডিএফের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম (ছদরুল)‘র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য রুপাংকর দাস রিন্টু, আমির উদ্দিন, শফিকুল ইসলাম, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, শ্রমিকনেতা নাসির মিয়া, নজরুল ইসলাম, আমির হোসেন, আব্দুল হাই, বিনন্দ কর, রাজু মন্ডল প্রমুখ ।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *