হোটেল শ্রমিক নেতা মোস্তফা কামালের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার:  মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সাবেক সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি এবং  বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য মোঃ মোস্তফা কামালের সহধর্মীনী শেলী বেগম গত ২১ মে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। গত শুক্রবার তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, এক ছেলে, শ্বশুর-শ্বাশুড়ীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার সকালে কমলগঞ্জ উপজেলা কালেঙ্গা গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর অকাল মৃত্যুতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর সভাপতি তারেশ চন্দ্র দাস সুমন ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক , বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আনোয়ার এবং ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক সাদেক মিয়া পৃথক পৃথক বিবৃতি প্রদান করেন।নেতৃবৃন্দ  বিবৃতিতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ সংগঠনের এক শুভানুধ্যায়ী হিসেবে প্রয়াত শেলী বেগমের বিভিন্ন সম্মেলন ও মহান মে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ এবং সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিকতা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *