দর্জি শ্রমিক নেতা তোতা মিয়ার শোকসভা অনুষ্ঠিত

প্রয়াত দর্জি শ্রমিক নেতা তোতা মিয়া’র শোকসভা ও ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন, রেজি: নং ময়মন-০০৪ এর সাধারণ সভা গত ১২ জুন ময়মনসিংহ শহরের মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোখলেছুর রহমান দুলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলী আকন্দ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, প্রয়াত তোতা মিয়ার ছেলে শেখ মাসুম,বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সারোয়ার হোসেন, দর্জি শ্রমিক নেতা মোঃ আহমদ আলী, ময়মনসিংহ জেলা টাইলস মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মাসুদ মিয়া, দর্জি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রশিদ মিন্টু, স্টুডেন্ট টেইলার্সের মালিক মোঃ শাহজাহান,আব্দুর রশিদ, দর্জি কারিগর, আল আমিন, তানভীর, শুভ, রাসেল, ঈমান আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাহতাব হোসেন আরজু, শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা রঙ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তাগণ তোতা মিয়ার একাগ্রতা তুলে ধরে তার শোককে শক্তিতে পরিনত করার আহবান জানিয়ে শ্রমিকদের নির্যাতনের নানা রুপ তুলে ধরে বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের নাভিশ্বাস উঠে গেছে। তীব্র গরমে মালিকরা এসিতে বসে তাদের কাজ পরিচালনা করলেও দর্জি শ্রমিকরা বদ্ধ ঘরে বিদ্যুৎহীন অবস্থায় কাজ করেছে। এখন পর্যন্ত দর্জি সেক্টরে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয় নি। অথচ যা দ্রুত সময়ের মধ্যে গঠন করা প্রয়োজন। প্রতিনিয়ত মালিকরা কারিগরদের নির্যাতনের মধ্যে রেখেছে। খারাপ আচার আচরণ থেকে শুরু করে বছরে দুটি উৎসব বোনাসও প্রদান করছে না। এ সময় বাজারদরের সাথে সঙ্গতিরেখে নিম্নতম মজুরি ঘোষণা করার আহবান জানিয়ে নিম্নোক্ত দাবী গুলো তুলে ধরেন। ১ মাসের মজুরি সমপরিমাণ উৎসব বোনাস ও নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। সরকার ঘোষিত চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা প্রদানসহ প্রতিটি কারখানায় স্যানিটারী ব্যবস্থা ও খাবার পানির ব্যবস্থা করাসহ টিফিন ভাতা প্রদান করতে হবে। কর্মক্ষেত্র ও চাকুরির নিরাপত্তা এবং স্বাস্থ্যকর ও সুষ্ঠু কর্মপরিবেশের নিশ্চয়তা প্রদান করতে হবে। এসময় শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

তোতা মিয়ার মৃত্যুসহ মরহুম অন্যান্য দর্জি শ্রমিক নেতা ও কারিগরদের উদ্দেশ্যে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *